রবিবার ২০ জুলাই, ২০২৫

চান্দিনায় ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন প্রশিক্ষণ

চান্দিনায় ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন প্রশিক্ষণ
চান্দিনায় ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন প্রশিক্ষণ/ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন প্রশিক্ষণ সম্পন্ন।

উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে শনিবার (১৭ মে) দুপুরে উপজেলা পরিষদের ব্যানবেইজ মিলনায়তনে ওই কর্মশালা হয়।

এতে প্রশিক্ষণ প্রদান করেন- কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচাক নুরুল ইসলাম পাটওয়ারী, চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আল নুর, কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার।

এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আরা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ.গাফফার প্রমুখ।

আরও পড়ুন