
কুমিল্লার চান্দিনায় এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল ১০৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪৮ জন। দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেয়নি ৪৭ শিক্ষার্থী। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিতির সংখ্যা ১১ জন। তবে প্রথম দিনে কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, এবারে এসএসসি ও সমমান পরীক্ষার ৭টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে উপজেলার ৩২টি উচ্চ বিদ্যালয় ও ২৭টি মাদ্রাসার ৪ হাজার ২শ ১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।এর মধ্যে এসএসসি পরীক্ষার ৪টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২৯৩৮ জন।দাখিল পরীক্ষার ২টি কেন্দ্রে পরীক্ষার্থী ৯৭২ জন।এসএসসি (ভোকেশনাল) ১টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩০১ জন।
তবে প্রথম দিনের পরীক্ষায় এসএসসি’র ৪টি কেন্দ্রে মোট ২৫৫০ জনের মধ্যে উপস্থিত ছিল ২৫০২ জন।অনুপস্থিত ৪৮ জন।দাখিল পরীক্ষার প্রথম দিনে মোট ৯০৭ জনের মধ্যে উপস্থিত ৮৬০ জন।অনুপস্থিত ৪৭ জন।এছাড়াও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ২৬৮ জনের মধ্যে উপস্থিত ২৫৭ জন।অনুপস্থিত ১১ জন।
এদিকে, এই উপজেলার চারটি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা পার্শ্ববর্তী উপজেলার সীমান্ত ঘেষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। পাশাপাশি দেবিদ্বার উপজেলার দুইটি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সীমান্তবর্তী চান্দিনা উপজেলার কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন জানান, অনুপস্থিত ছিল ১০৬ জন পরীক্ষার্থী। আজকের পরীক্ষায় কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।