কুমিল্লার চান্দিনায় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এই শ্লোগানে ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামী করে থানায় মামলা দায়ের করেছে চান্দিনা থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে।
১২ সেপ্টেম্বর ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেরচান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্টেশনের পশ্চিম পাশে আওয়ামী লীগের ব্যানার হাতে ঝটিকা মিছিল করে বেশ কিছু নেতা-কর্মী। ওই ঘটনায় রাতে আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন চান্দিনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আনিছুল হক।
পুলিশ সূত্রে জানা যায়- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের পদধারী নেতা-কর্মীরা সরকার বিরোধী মিছিল ও শ্লোগান দিয়ে অপরাধ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশের নিরাপত্তা বিঘ্ন করে সরকারের প্রতি জনমনে ঘৃনা ও আতংক সৃষ্টি করার অপরাধ করে তারা। ওই অপরাধে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
শনিবার রাতে চান্দিনা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩জনকে আটক করে পুলিশ। তারা হলো- চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের মোস্তফা মিয়াজীর ছেলে মহিচাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. আল আমিন মিয়াজী (৩৫), বেলাশহর গ্রামের ফারুক আহমেদ এর ছেলে পৌর স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক সাঈদ আহমেদ রয়েল (৩৭), দক্ষিণ চান্দিনা এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে পৌর স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক মো. নাঈম (২৬)।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান- মহাসড়কের ঝটিকা মিছিল ও দেশের নিরাপত্তা বিঘ্ন ঘটানায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC