চাঁদপুর পৌর শহরের লেক থেকে আল আমিন (১৭) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে লেকের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আল আমিনের সাত সহপাঠীকে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, কিশোর গ্যাংয়ের সদস্যরা আল আমিনকে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে।
নিহত আল আমিন সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বাসিন্দা এবং রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে। সে এ বছর শহরের গণি মডেল হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তারা শহরের মমিনপাড়া রোডে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আল আমিন তার কয়েকজন সহপাঠীর সঙ্গে পৌর লেকে অবস্থিত 'স্বাধীনতার স্মারক অঙ্গীকারের' পাশে আড্ডা দিচ্ছিল। পরবর্তীতে রাত ৯টার দিকে স্থানীয়রা লেকের পানিতে তার ভাসমান দেহ দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আল আমিনের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে তার স্বজনরা জানিয়েছেন।
আল আমিনের স্বজন ও বন্ধুরা এই মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, কিশোর গ্যাংয়ের সদস্যরা আল আমিনকে নির্মমভাবে হত্যা করে লেকের পানিতে ফেলে দিয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া এবং সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার দ্রুত ঘটনাস্থল এবং হাসপাতালে ছুটে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিনের সহপাঠী দিদার গাজী, মামুন, জাহেদ, দিদারুল ইসলাম, মইন ইসলাম এবং শামীমসহ মোট সাতজনকে আটক করেছে পুলিশ। সদর মডেল থানার ওসি বাহার মিয়া এই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC