
চাঁদপুর লঞ্চ ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকা সদরঘাটের উদ্দেশে রওনা দেয় এমভি বোগদাদীয়া-৮ লঞ্চটি। গত রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় লঞ্চটি যখন মেঘনা নদীর বুকে ছুটে চলেছে, ঠিক তখনই এক নতুন জীবনের আগমন ঘটে। চাঁদপুর থেকে ঢাকার পথে, লঞ্চের মধ্যেই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন সাদিয়া আক্তার নামের এক যাত্রী।
সাদিয়া আক্তার, যিনি জেলার হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের শ্রমিক জহির খানের স্ত্রী, চিকিৎসার জন্য চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। কিন্তু কে জানতো, পথেই এমন এক আনন্দের মুহূর্ত অপেক্ষা করছে!
লঞ্চের করনিক মো. দীপু জানান, বিকেল ৫টায় চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ছেড়ে আসা এমভি বোগদাদীয়া-৮ লঞ্চটি যখন ঢাকার কাছাকাছি পৌঁছায়, তখন সাদিয়া আক্তারের প্রসব বেদনা শুরু হয়। সঙ্গে সঙ্গে লঞ্চের কর্মীরা তাকে একটি কেবিনে নিয়ে যান এবং সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে তিনি এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন।
এই আনন্দঘন মুহূর্তে লঞ্চের মালিক হামিদুল্লাহ সুমন এক বিশেষ ঘোষণা দেন। তিনি জানান, নবজাতক শিশুটি আজীবন এমভি বোগদাদীয়া-৮ লঞ্চে বিনামূল্যে যাতায়াত করতে পারবে।