
চাঁদপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) জেলা পুলিশের নির্দেশনায় কচুয়া থানা ও হাইমচর থানায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এএসআই রিয়াদ সরকার সঙ্গীয় ফোর্সসহ তেতৈয়া এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-৬৫১/২৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ আসাদ ওরফে আব্দুল্লাহ (২২) কে গ্রেফতার করেন। তিনি তেতৈয়া গ্রামের সফি উল্লাহর ছেলে।
একইদিন কচুয়া থানার এএসআই আলমগীর হোসেনের নেতৃত্বে লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলা নং-২৫৫/২৩ এর পরোয়ানাভুক্ত আসামি শাহিনা বেগমকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, হাইমচর থানার এসআই মোঃ নাজিম উদ্দিন ও পিএসআই মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে চরপোড়ামুখী এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার আসামি মোঃ সোহেল রহমান বেপারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।