চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।সম্প্রতি বিএনপিকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বিএনপি ও সাধারণ জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়।
পরে সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারীর ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভকারীরা জানান, আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক কার্যক্রম সর্বাত্মক প্রতিরোধ করা হবে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই নাসিরের ঠিকানা শাহরাস্তিতে হবে না। আজকের সমাবেশ থেকেই তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।
যুবনেতা মহিউদ্দিন বাহারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুবনেতা মাসুদ কবির, শ্রমিক নেতা মানিক হোসেন, ছাত্র নেতা মহিন উদ্দিন জিয়া, ফরহাদ হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান কিরন প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC