মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫

চাঁদপুরে আদালতে মামলার শুনানি চলাকালে আইনজীবীর মৃত্যু

Rising Cumilla -Lawyer dies during court hearing in Chandpur
ছবি: সংগৃহীত

চাঁদপুর জেলা জজ আদালতে রিভিশন মামলার শুনানিকালে হঠাৎ অসুস্থ হয়ে আব্দুল মান্নান খান (মহিন) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তাঁর আকস্মিক প্রয়াণে চাঁদপুর আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মী আইনজীবীরা জানান, জেলা জজ আদালতে একটি রিভিশন মামলার শুনানি চলাকালে আইনজীবী আব্দুল মান্নান খান হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। এ সময় তিনি আদালতের বেঞ্চের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান এবং রক্তাক্ত জখম হন। তাৎক্ষণিকভাবে আদালতে উপস্থিত অন্যান্য আইনজীবী ও আইনজীবী সহকারীরা তাঁকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম সুমন তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে হৃদরোগ বিভাগের চিকিৎসক মুনতাকিম হায়দার রুমি ও তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান তাঁর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কুহিনূর বেগম জানান, আব্দুল মান্নান খান একটি রিভিশন মামলার অ্যাডমিশন শুনানি করছিলেন। শুনানি চলাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মেঝেতে লুটিয়ে পড়েন।

মরহুম আব্দুল মান্নান খানের গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামের ব্যাপারী বাড়ি। তাঁর বাবার নাম মৃত ইসমাইল হোসেন ব্যাপারী। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের দক্ষিণে নিজ বাড়িতে বসবাস করতেন।

জানা গেছে, আব্দুল মান্নান খান ২০১০ সালে চাঁদপুর আইনজীবী সমিতিতে যুক্ত হন এবং মৃত্যুর দিন পর্যন্ত সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।

আরও পড়ুন