চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় কর্মরত এক উপ-পরিদর্শকের (এসআই) চুরি যাওয়া সরকারি অস্ত্র ও গুলি রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে যৌথ আইনশৃঙ্খলা বাহিনী।
জানা যায়, গত ৪ মে দিবাকালীন ডিউটি শেষে ওই এসআই থানার পাশেই একটি ভাড়া বাসায় ফিরে যান। নিজের সরকারি পিস্তল ও গুলি ইউনিফর্মের বেল্টে লাগানো অবস্থায় একটি ট্রলি ব্যাগে রেখে বাসায় রাত্রিযাপন করেন তিনি।
পরদিন সকালে ডিউটিতে গিয়ে বিকালে বাসায় ফিরে এসে দেখতে পান, রুমের দরজার তালা ভাঙা, ঘরের জিনিসপত্র এলোমেলো এবং ট্রলি ব্যাগ থেকে অস্ত্র ও গুলি চুরি হয়ে গেছে।
এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), চাঁদপুর জেলা ডিবি ও ফরিদগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার শাহআলী থানা এলাকা থেকে অস্ত্র চোর সুমন (৩৫)-কে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, বরগুনা জেলার বেতাগী থানার সহযোগিতায় অস্ত্র ক্রেতা রুবেল খান (৩৬)-কে আটক করা হয়।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে চুরি যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC