সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

চলে গেলেন বলিউড কৌতুক অভিনেতা ‘জুনিয়র মেহমুদ’

জুনিয়র মেহমুদ। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা নাঈম সাইয়িদ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমালেন, যিনি জুনিয়র মেহমুদ নামে পরিচিত ছিলেন। শুক্রবার (৮ ডিসেম্বর) নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

জুনিয়র মেহমুদের পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, জুনিয়র মেহমুদ তাঁর বাসভবনে রাত ২.১৫ মিনিটে মারা যান। তিনি পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন।

জুনিয়র মেহমুদের ছেলে হুসনাইন বলেন, আমরা ১৮ দিন আগে জানতে পারি বাবা ক্যানসারে আক্রান্ত। এবং তা চতুর্থ পর্যায়ে। আমরা তাঁকে টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই। সেখানকার ডিন আমাদের বলেছিলেন যে, এই পর্যায়ে চিকিৎসা এবং কেমোথেরাপি খুব বেদনাদায়ক হবে। হাসপাতাল থেকে আমাদের বাড়িতে রেখেই তাঁর যত্ন নেওয়ার পরামর্শ দেন।

জুনিয়র মেহমুদের অসুস্থতার খবর পাওয়ার পর দেখা করতে গিয়েছিলেন অভিনেতা জনি লিভার। এ ছাড়া গিয়েছিলেন জীতেন্দ্র, সচিন পিলগাঁওকর। জীতেন্দ্র বলেন, এত যন্ত্রণা হচ্ছিল যে ও চোখ খুলে তাকাতেই পারছিল না। ওভাবে ওকে দেখতে হবে আমি কখনো ভাবিনি। আমাকে চিনতেও পারেনি।