চলন্ত ট্রেনের একটি খালি কামরায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ভারতের হরিয়ানা রাজ্যে। সোমবার দেশটির পুলিশ এই গণধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছে। নির্যাতিতা তরুণীর দাবি, ধর্ষণের পর তাঁকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এবং পরে রেললাইনের ওপর ফেলে দেওয়া হয়। অজ্ঞান অবস্থায় রেললাইনে পড়ে থাকার সময় তাঁর পায়ের ওপর দিয়ে ট্রেন চলে যাওয়ায় মারাত্মকভাবে জখম হন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ জুন থেকে নিখোঁজ ছিলেন ওই তরুণী। তাঁর স্বামী স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। তিনি পুলিশকে জানান, পারিবারিক অশান্তির কারণে তাঁর স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। এক রাত পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় তাঁর চিন্তা বাড়ে। এর দু'দিন পর তিনি থানায় নিখোঁজ ডায়েরি করেন এবং জানান, এর আগেও এমন ঘটনা ঘটেছে—তাঁর স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেলেও পরে নিজেই ফিরে আসতেন।
নির্যাতিতা তরুণী পুলিশকে জানিয়েছেন, রাগ করে বাড়ি থেকে বেরিয়ে তিনি কাছের একটি রেলস্টেশনে বসেছিলেন। সে সময় এক অপরিচিত ব্যক্তি তাঁর কাছে এসে জানান যে তাঁর স্বামী তাঁকে পাঠিয়েছেন এবং তাঁর সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেছেন। ওই তরুণী সেই ব্যক্তিকে বিশ্বাস করে তাঁর সঙ্গে বাড়ির পথে হাঁটা শুরু করেন।
কিন্তু হঠাৎই ওই ব্যক্তি তাঁকে জোর করে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের খালি কামরায় তুলে নেয়। এরপর সে নিজেও ওই কামরায় উঠে ওই তরুণীকে ধর্ষণ করে। অভিযোগ উঠেছে, পরে আরও দু'জন ওই তরুণীকে ধর্ষণ করে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC