বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় চট্টগ্রামে অনুষ্ঠিত আঞ্চলিক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনেই জয় দিয়ে শুভ সূচনা করেছে ফর্টিস কুমিল্লা এবং কন্টিনেন্টাল বি-বাড়িয়া।
গতকাল সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ফর্টিস কুমিল্লা ৩৪ রানে হারিয়েছে এবি ব্যাংক নোয়াখালীকে। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া সহজেই ১৪৬ রানের বিশাল ব্যবধানে এশিয়ান বান্দরবান জেলাকে পরাজিত করে। এই ম্যাচে বান্দরবান মাত্র ৪১ রানে অলআউট হয়ে যায়।
দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ফর্টিস কুমিল্লা। ওপেনিং জুটিতে ১৭ বলে ৩৫ রান তোলেন দুই ওপেনার মেহেদী হাসান (১৮ বলে ২৫) ও ইরফান সাবির (১২ বলে ১৪)। এরপর কুমিল্লা ২৪ রানের মধ্যে ৩ উইকেট হারালেও পঞ্চম উইকেটে হাল ধরেন সাইফুল এবং ইয়াছিন আরাফাত।
তাদের ৫৯ রানের গুরুত্বপূর্ণ জুটির পর ১২ রানের ব্যবধানে দুজনই ফিরে যান। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ইয়াছিন আরাফাত (৩৪ বলে), এবং সাইফুল ইসলাম করেন ২৯ রান (২৯ বলে)।
শেষ দিকে স্বপন কুমারের ৯ বলে ১৪ রানের ক্যামিওতে কুমিল্লা ১৫৩ রানে তাদের ইনিংস শেষ করে। এবি ব্যাংক নোয়াখালীর পক্ষে মোস্তাকিম, ইয়াছিন আরাফাত এবং মাকসুদুর রহমান প্রত্যেকে ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নোয়াখালী শুরুতেই চাপে পড়ে, ১৯ রানে প্রথম এবং ২৯ রানে ৪ উইকেট হারায়। এরপর মাকসুদুর রহমান এবং রায়ান সিদ্দিক ৭০ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পরের ব্যাটাররা আর দলকে এগিয়ে নিতে পারেননি। নোয়াখালীর ইনিংস থামে ১১৯ রানে।
দলের পক্ষে মাকসুদুর রহমান ৫৫ বলে অপরাজিত ৫৮ রান করেন, এছাড়া রায়ান সিদ্দিক ৩১ বলে ২২ এবং আশরাফুল ১৩ রান করেন। কুমিল্লার পক্ষে দুর্দান্ত বোলিং করে আশরাফুল হাসান ২২ রানে ৫টি উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন। এছাড়া নাহিদ সায়মন ২টি উইকেট নেন।
সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এসময় উপস্থিত ছিলেন বিসিবি সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম, বিসিবি পরিচালক আকরাম খান, বিসিবি পরিচালক মনজুর আলম মঞ্জু, কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল আবির, ইস্পাহানী গ্রুপের পরিচালক মির্জা আলি ইস্পাহানী, এশিয়ান গ্রুপের ডিএমডি সাকিফ আহমেদ সালাম, ফর্টিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন, এবি ব্যাংক লিমিটেডের রিজিয়নাল হেড মাহতাবুর রহমান, ক্লিপটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সদর উদ্দিন চৌধুরী, এবং বিসিবির হেড অব গেম ডেভেলপমেন্ট হাবিবুল বাশার সুমন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC