জানা গেছে, এক-দুইজন নয়, ফাঁদে ফেলে প্রায় ৫০ জন পুরুষের সঙ্গে প্রতারণা করেছেন এই মডেল। একই সঙ্গে লুটে নিয়েছেন ৩৫ লাখ টাকা। পুরুষদের নানা প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ক্যামেরায় ধারণ করে রাখতেন নেহা।
শুধু তাই নয়, কখনও নগ্ন করে মারধরও করা হতো সেসব পুরুষদের। আর এই ভিডিওগুলোই ছিল তার প্রধান হাতিয়ার।
পুলিশ জানায়, মডেল নেহার এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত ছিলেন। ইতোমধ্যে এ চক্রের পর্দা উন্মোচন করেছে কর্নাটকের পুলিশ। তারা জানিয়েছে, এ পর্যন্ত ৫০ জনেরও বেশি পুরুষ তাদের এই প্রতারণার শিকার হয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে একজন পুলিশে অভিযোগ দায়ের করার পরই তাদের নজরে আসে বিষয়টি।
ভুক্তভোগী এক যুবক পুলিশকে জানিয়েছে, প্রথমে টেলিগ্রামের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে নেহা। তারপর ফোন নম্বর নেওয়ার পর হোয়াটসঅ্যাপে নিয়মিত কথা চলে তাদের। তার স্বামী দুবাইয়ে কাজ করেন বলে তাকে জানান নেহা। এরপর নানাভাবে তাকে যৌন সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেন। এমনকি হোয়াটসঅ্যাপে নিজের কিছু ছবি ও ঠিকানাও পাঠিয়েছিলেন নেহা
ভুক্তভোগী আরও জানায়, তাদের কথা অনুযায়ী একটি ফোন নম্বরে সাড়ে ২১ হাজার টাকা পাঠানোর পরেও তাকে রাত ৮টা পর্যন্ত বন্দি করে রাখা হয়। পরে ক্রেডিট কার্ডের জন্য বাড়ি যাওয়ার কথা বলে তাদের থেকে বের হয়ে রক্ষা পান তিনি।
ভুক্তভোগী ওই যুবকের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, ওই যুবকের মতো আরও অনেককে প্রতারণার ফাঁদে ফেলেছেন মডেল নেহা। প্রতারণার মাধ্যমে ৩৫ লাখ টাকা লুট করেছেন।
এখন পর্যন্ত এই ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নেহাকেও গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া চক্রের সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছেন বলে জানান পুলিশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC