গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা মঞ্চে উঠেছে রংপুর রাইডার্স। লিগ পর্বের এক ম্যাচ হাতে রেখেই তারা ফাইনাল নিশ্চিত করেছে। গতকাল দুবাই ক্যাপিটালসকে বিদায় করে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি ফাইনালে নিজেদের স্থান পাকাপোক্ত করে নেয়।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বুধবারের শ্বাসরুদ্ধকর ম্যাচে রংপুর রাইডার্স ৫ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে। ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুবাই ক্যাপিটালস শেষ পর্যন্ত ১৫০ রানে গুটিয়ে যায়, ফলে রংপুরের কাছে ৫ উইকেটে হেরে বিদায় নিতে হয় তাদের। এই জয়েই নিশ্চিত হয় রংপুরের ফাইনাল যাত্রা। দিনের আরেক খেলায় হোবার্ট হ্যারিকেন্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
আগামী ১৮ই জুলাই শিরোপা ফয়সালার ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তার আগে আজ রাতে সেন্ট্রাল ডিস্ট্রিকের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে সোহানরা।
ফাইনাল নিশ্চিতের পর দলের অধিনায়ক নুরুল হাসান সোহান সতীর্থদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেন, 'এটা আমাদের জন্য খুশির দিন। ফাইনালে উঠলে অবশ্যই বাড়তি প্রেরণা পাওয়া যায়। যেটা আগেও বলেছি, রংপুর এমন একটি দল যেটা সবদিক কাভার করেছে। উপর থেকে মাঝ পর্যন্ত, মাঝ থেকে নিচ পর্যন্ত, এমনকি বোলিংয়েও আমাদের দলে অনেক বৈচিত্র্য আছে।'
উল্লেখ্য, দুবাইয়ের বিপক্ষে ম্যাচে সাকিব আল হাসান ব্যাট হাতে আবারও ব্যর্থ হলেও একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। প্রথম ম্যাচে সেন্ট্রালের বিপক্ষে ব্যাট হাতে ৫৮ রান ও বল হাতে ৪ উইকেট নেওয়ার পর সাকিব টানা তৃতীয় ম্যাচে ব্যাটে বড় স্কোর করতে পারেননি। দুবাই ক্যাপিটালসের ভাগ্যও সাকিবের মতোই ছিল; তীরে এসে তরি ডুবেছে তাদের ফাইনাল খেলার সম্ভাবনা।
এদিকে ১৮ই জুলাই প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টায় গায়ানার বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে রংপুর রাইডার্স।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC