মেঘনার অন্যতম শাখা নদী গোমতি। এটি ত্রিপুরার ডুম্বুর নামক স্থান থেকে শুরু হয়ে কুমিল্লা জেলা দিয়ে প্রবেশ করে মেঘনায় মিলিত হয়েছে। এটি আর্দশ সদর,বুড়িচং,মুরাদনগর,দেবিদ্বার প্রভৃতি উপজেলায় প্রবাহিত হয়েছে। গেল বছরগুলোয় বন্যার প্রসঙ্গ উঠলে কুমিল্লার গোমতি এবং ফেনীর মাতারমুহুরি নদী থাকে আলোচনায়।
তবে প্রশ্ন থেকে যায় আসলে কি গোমতি কুমিল্লার দুঃখ নাকি গোমতির দুঃখ কুমিল্লা?
গোমতি নদীর পানির বিপদ সীমা ১১.৩০ মিটার।কুমিল্লায় ১-২ দিন বৃষ্টি হলে পানির লেভেল ৮ মিটার বা ৯ মিটার উঠে যায় এবং এর সাথে ত্রিপুরার ডুম্বুর বাধের পানি ছেড়ে দিলে সহজে বন্যা গ্রাস করে কুমিল্লাকে। কুমিল্লার দুঃখ গোমতি নয় বরং গোমতি কুমিল্লার আর্শীবাদ স্বরুপ। শীতকালে গোমতির চরে উর্বর মাটিতে আলু,লাউ,কুমড়াসহ প্রভৃত ফসল উৎপন্ন হয় যা ঐ এলাকার মানুষের অর্থনীতির প্রধান নিয়ামক।
এর পাশাপাশি গোমতির বেড়িবাধের আশেপাশের মানুষের ধান ফসলের পানির চাহিদা মেঠায় গোমতি। অন্যদিকে অনেক মানুষ গোমতির মাছ খেয়ে তাদের জীবন পার করছে। তাহলে কীভাবে গোমতি কুমিল্লার দুঃখ হয়?
গোমতিকে কুমিল্লার দুঃখ বলার কারণ এই বন্যা। এই বন্যার জন্য গোমতি নিজে নয় বরং কুমিল্লাই দায়ী।কুমিল্লার মানুষ গোমতির অতীত কেড়ে নিয়েছে। গোমতি থেকে অবৈধ বালু উত্তোলন করে বেড়িবাধের টেকসই সক্ষমতা কমিয়ে দিচ্ছে। অবৈধ স্থাপনা নির্মাণ হচ্ছে বেড়িবাঁধের ভিতরের অংশে।
ফলে পানি মূল নদী থেকে বেরিবাধের অংশে আসলে এসব অবৈধ স্থাপনার কারণে স্বাভাবিক চলাচল বাধাগ্রস্থ হয়। শুধু কী তাই? গোমতির মূল নদী অংশ ক্রমশ সরু হয়ে যাচ্ছে, নাব্য নেই। দূষণের ভাগাড়ে পরিনত হয়েছে গোমতির অনেক অংশ। নদীর প্রস্থ কোনো কোনো জায়গায় এতোটা কম যে একটি খালের প্রস্থ এর থেকে বেশি হয়।
কুমিল্লাবাসী গোমতির আর্তনাদ শুনতে পায় কি?হয়তো বলছে আমাকে রক্ষা করো। আমিও কুমিল্লাকে বন্যার হাত থেকে বাঁচাবো। তোমাদের প্রয়োজনীয় সবকিছু দিবো। আমাকে বিলীন হতে দিও না, না হয় কুমিল্লা হয়তো একদিন গলা সমান পানিতে ভাসবে, হয়তো আমার কথা মনে পড়বে যদি গোমতিকে আমরা বাঁচিয়ে রাখতে পারতাম।
গোমতির শাখা নদী সন্তানসম বুড়িও আজ ভালো নেই। দখল দূষণে এটিও বিলীন হওয়ার পথে। বুড়ি নদী গোমতি থেকে শুরু হয়ে সালদা নদীতে মিশেছে।
তাই গোমতিকে দুঃখ না বলে গোমতি রক্ষায় সচেতন হতে হবে। দখল দূষণ থেকে বাঁচিয়ে অতীত ঐতিহ্য ফিরিয়ে দিতে হবে। তখন হয়তো সবাই বলবে কুমিল্লার সুঃখ গোমতি নদী।
লেখক: মো.রিমেল
শিক্ষার্থী, বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC