গোপালগঞ্জে ফ্যাসিবাদী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ এবং নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে।
আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে ভিক্টোরিয়া কলেজ মোড়ে জামায়াতের নেতাকর্মীরা একত্রিত হন। সেখানে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর নায়েবে আমীর মোসলে উদ্দিন বক্তব্য রাখেন।
মোসলে উদ্দিন তার বক্তব্যে বলেন, "২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। গণঅভ্যুত্থানের নায়ক নাহিদ, সারজিস ও হাসনাত আব্দুল্লাহকে ভুলে গেলে চলবে না। যারা শহীদ ও অঙ্গহানি হয়েছেন, তাদের জন্যই গণঅভ্যুত্থানের জন্ম হয়েছে।"
তিনি আরও বলেন, "বিগত ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনার শাসন ব্যবস্থায় অন্যায়ভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। গোপালগঞ্জের হামলা কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়। হাজার হাজার ছাত্র জনতার মাধ্যমে নতুন বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।"
মোসলে উদ্দিন হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর নায়েবে আমীর মোসলে উদ্দিন, মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এমদাদুল হক মামুন, মহানগরীর সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহমেদসহ মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC