রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বেরোবির অবকাঠামোগত উন্নয়ন কম হলেও গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করার ব্যাপারে গত ৩ মাসে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শ্রেণিকক্ষে পঠন-পাঠনের পাশাপাশি এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিজ পরিচালনা করা হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের সাথে আলোচনা করে শিক্ষার মানোন্নয়নে কাজ করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টার আয়োজিত ‘ এনভায়রমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অব ডেভেলপমেন্ট প্রজেক্টস’ শীর্ষক সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেরোবি দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের পরিচালক ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ এমদাদুল হক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান অংশগ্রহণ করেন। মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. এসএম জোবাইদুল কবির সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে ‘অ্যাপ্লিকেশন অব মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং ইন ক্লাইমেট সাইন্স এন্ড ডিজাস্টার’ বিষয়ে দ্বিতীয় প্রবন্ধ উপস্থাপন করেন চীনের জেনজিং বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টোরাল গবেষক মোঃ জালাল উদ্দিন। বেরোবি দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের উপ-পরিচালক মোঃ মাসুদার রহমানের সঞ্চালনায় সেমিনারে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC