গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চান্দিনা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।
শনিবার (৯ আগস্ট) বিকেলে চান্দিনা থানা কার্যালয়ের সামনের সড়কে ওই মানববন্ধন হয়।
এতে বক্তৃতা করেন- চান্দিনা প্রেস ক্লাবের উপদেষ্টা দৈনিক বায়ান্ন প্রতিনিধি কাজী রাশেদ, চান্দিনা প্রেস ক্লাব সভাপতি দৈনিক কালেরকণ্ঠ ও দৈনিক কুমিল্লার কাগজ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ ও দৈনিক কুমিল্লার জমিন প্রতিনিধি অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মামুনুর রশিদ সরকার, রাইজিং কুমিল্লা প্রতিনিধি মো. ওসমান গণি, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর ও বাংলার আলোড়ন প্রতিনিধি মো. আবদুল বাতেন, অর্থ সম্পাদক দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি মো. শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি মো. আকিবুল ইসলাম হারেছ, নির্বাহী সদস্য দৈনিক ডেসটিনি প্রতিনিধি তাহমিদুর রহমান দিদার, দৈনিক মুক্ত খবর ও রূপসী বাংলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক নিরপেক্ষ এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী সুমন, দৈনিক সংগ্রাম সংবাদদাতা মো. আবু সাঈদ, চ্যানেল এস ও দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি আলিফ মাহমুদ কায়সার, দৈনিক পথের আলো প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক দেশ সেবা প্রতিনিধি শহীদুল ইসলাম খোকা প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC