ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরায়েলের মানবতা বিরোধী জঘন্য কর্মকাণ্ডের প্রতিবাদে ও ইসরায়েলি সকল পণ্য বয়কটের দাবিতে চান্দিনা শাখা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় চান্দিনা পাইলট স্কুল খেলার মাঠে জমায়েত হয়ে এখান থেকে মিছিল নিয়ে চান্দিনা বাস স্টেশনে গিয়ে বিক্ষোভ সমাবেশ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় আ*মে*রিকার মদদে নিরপরাধ মুসলমানদের উপর বর্বরোচিত ইস-রায়েলি আ*গ্রা*সন, নৃশংস গণহত্যার, বো-মা হা*ম*লা, রাফায় জবর দখল ও ইসরাইলি পণ্য বয়কট করতে সকল মুসলমানদের আহ্বান জানান।
এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত চান্দিনা উপজেলার কমিটির সভাপতি মাওলানা কাজী মফিজুল ইসলাম সুন্নী আল কাদেরী, সহ সভাপতি মাওলানা এম এ মবিন আনোয়ারী, মুফতী বদিউল আলম সুন্নী আল কাদেরী, সেক্রেটারি মাওলানা কাজী ছিদ্দিকুর রহমান নাজিরী, জয়েন্ট সেক্রেটারি মো. ফজলুল সাত্তার, মো. মনির হোসেন কাদেরী, মো. জাবের হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সারোয়ার হোসেন, অর্থ সম্পাদক- তাজুল ইসলাম কাদেরী, সহ প্রচার সম্পাদক হাফেজ বিল্লাহ শাহপুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক মাওলানা বেলাল হোসেন আত্তারী, দপ্তর সম্পাদক মো. সালাহ উদ্দিন, মাওলানা হুমায়ুন কবির নাজিরী, সহ সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা কাজী আবদুর রশিদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শামীম হোসেন রেযা, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আবদুল কাদের, মাওলানা হাফেজ আবু ইউসুফ, মাওলানা আহসান উল্লাহ, মাওলানা শাহ আলম, মাওলানা আনোয়ার উল্লাহ, মাওলানা ওয়ালী উল্লাহ প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC