মে ৮, ২০২৫

বৃহস্পতিবার ৮ মে, ২০২৫

খুলনায় “সাইবার নিরাপত্তা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Workshop titled "Cyber ​​Security" held in Khulna
ছবি: সংগৃহীত

খুলনায় সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) সফলভাবে আয়োজন করেছে “সাইবার নিরাপত্তা” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা।

আজ বুধবার (৭ মে ২০২৫) খুলনার সিএসএস আভা সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত “ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, ছাত্রী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। খুলনা জেলায় এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় এনজিও পার্টনার হিসেবে কাজ করছে কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

সাইবার নিরাপত্তা কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অ্যাডজান্ট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মনামী। তিনি অংশগ্রহণকারীদের ডিজিটাল নিরাপত্তা, তথ্য যাচাই, সোশ্যাল মিডিয়ার সচেতন ব্যবহার এবং অনলাইনে নিরাপদে যোগাযোগ রক্ষার কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট-এর কর্মকর্তারা এবং খুলনা জেলার পার্টনার প্রতিষ্ঠান কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ নাসিমুল হক।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলার সমাজকর্মী, উদ্যোক্তা, শিক্ষক, গৃহিণী, অভিভাবক, জেলা তথ্য অফিসার, এনজিও প্রতিনিধি, আইনজীবীসহ বিভিন্ন পেশার নারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা স্থানীয় নারী সমাজের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অংশগ্রহণকারীরা শিখেছেন, কীভাবে তথ্য সুরক্ষিত রাখতে হয় এবং কেন সব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা উচিত নয়। কর্মশালায় সাইবার বুলিং, ডিপফেক, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নেতিবাচক ও ইতিবাচক প্রভাব, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল নৈতিকতা এবং অনলাইন কেনাকাটায় সতর্কতার বিষয়েও আলোচনা করা হয়।

সাকমিড আগামী এক বছরে কুমিল্লা, খুলনা ও সিরাজগঞ্জে এ প্রকল্প বাস্তবায়ন করবে। এই কার্যক্রমের মাধ্যমে নারী ও তরুণীদের ডিজিটাল ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নে কাজ করবে সাকমিড।

আরও পড়ুন