খুলনায় গুজব প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
খুলনায় "গুজব প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং" বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) খুলনার সিএসএস আভা সেন্টারে এ সবার আয়োজন করা হয়।
এই কার্যক্রমটি পরিচালিত হয়েছে বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত “ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, ছাত্রী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায়। খুলনা জেলায় এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় এনজিও পার্টনার হিসেবে কাজ করছে কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
সভার খুলনা জেলার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও মাদ্রাসার ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তারা জানান, গুগল রিভার্স ইমেজ সার্চ, ইনভিড, গুগল অ্যাডভান্সড সার্চ ও ওয়েব আর্কাইভিং-এর মতো বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহার করে কীভাবে ভুয়া তথ্য শনাক্ত ও যাচাই করতে হয়, তা তারা এখন শিখেছেন।
শিক্ষার্থীরা প্রস্তাব করেন, একটি নির্দিষ্ট ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম গড়ে তোলা হলে তারা সেখানে ভুয়া তথ্য যাচাই করে তা নিয়মিত আপলোড করতে পারবেন, যা ভবিষ্যতে সরকারের বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলায় কাজে আসবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী জাকির হোসেন, পরিচালক, বিভাগীয় তথ্য অফিস, খুলনা। বিশেষ অতিথি ছিলেন মোঃ আলীমুজ্জামান খান, প্রোগ্রামার, জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, খুলনা, এবং শরিফুল ইসলাম, অধ্যাপক,যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়।
গাজী জাকির হোসেন বলেন, "মানুষ যদি নিজ থেকে কিছু করার আগ্রহ অনুভব না করে, তবে শেখার আগ্রহও তৈরি হয় না। গুজব হলো এক ধরনের ঝড়, এই ঝড় আমাদের প্রতিহত করতে হবে। নতুন ফ্যাক্ট-চেকাররা আমাদের এই কাজে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।"
মোঃ আলীমুজ্জামান খান বলেন, "নতুন ফ্যাক্ট-চেকারদের এখন থেকে চোখ খোলা রেখে বিভ্রান্তিমূলক তথ্য শনাক্ত করতে হবে। তারা চাইলে এক সাথে মিলে ফেসবুকে ভুল তথ্য রিপোর্ট করতে পারেন এবং সেইসাথে আইসিটি বিভাগের সাইবার সিকিউরিটি সেলে জানানোরও ব্যবস্থা রয়েছে।"
তিনি আরও বলেন "আমরা চাই তারা এই দক্ষতাকে দেশের জন্য কাজে লাগাক।"
সভার সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (স্যাকমিড) এর কর্মকর্তারা এবং কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হুসনে আরা বেগম।
এই সভার স্যাকমিডের "ডিজিটাল হুমকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গণমাধ্যমকর্মী, ছাত্রী ও কমিউনিটি নারীদের সচেতনতা বৃদ্ধি" প্রকল্পের অংশ। এর মাধ্যমে বাংলাদেশের তরুণ-তরুণী ও নারীদের মধ্যে ডিজিটাল শিক্ষা, তথ্য যাচাই ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর কাজ করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC