বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে প্রথম নারী পরিচালক নিয়োগ পেয়েছেন রুবাবা দৌলা। দেশের শেয়ারবাজারের বোর্ডরুম থেকে ক্রিকেট প্রশাসনে পদার্পণ করে রুবাবা দৌলা এক নতুন ইতিহাস গড়লেন।
সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের পরদিনই জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ইসফাক আহসান-এর মনোনয়ন বাতিল করে তার স্থলে রুবাবা দৌলাকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইসফাক আহসানের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছিল। ফলে, বিসিবির নতুন গঠনতন্ত্রে রুবাবা দৌলার এই অন্তর্ভুক্তিকে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিসিবিতে রুবাবা দৌলা মহিলা উইংয়ের দায়িত্ব নিতে পারেন।
ব্যবসায়িক অঙ্গনে রুবাবা দৌলা অত্যন্ত সুপরিচিত একটি নাম। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এর আগে, তিনি দেশের শীর্ষ টেলিকম কোম্পানি—গ্রামীণফোন ও এয়ারটেলে উচ্চপদেও সফলভাবে কাজ করেছেন।
পাশাপাশি, রুবাবা দৌলা দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শেয়ারবাজারের বোর্ডরুমে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নিয়ে এবার তিনি দেশের ক্রিকেট প্রশাসনের নতুন মঞ্চে যুক্ত হলেন।
ব্যবসা ও প্রযুক্তি খাতের পাশাপাশি খেলাধুলার সঙ্গেও রুবাবা দৌলার সম্পর্ক দীর্ঘদিনের। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও সক্রিয় ভূমিকা রেখেছেন।
এদিকে বিসিবির নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রুবাবা দৌলার নিয়োগ প্রসঙ্গে বলেন, "ক্রিকেটে নিয়ম-কানুন প্রতিনিয়ত বদলাচ্ছে, কিন্তু আমাদের গঠনতন্ত্র পুরনো। নারীদের অন্তর্ভুক্তি সময়ের দাবি। এটি হবে বিসিবির ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন।”
বিশ্লেষকদের মতে, রুবাবা দৌলার এই নিয়োগ বাংলাদেশের ক্রিকেটে নারী নেতৃত্বের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। শেয়ারবাজার থেকে শুরু করে প্রযুক্তি ও খেলাধুলা—সবক্ষেত্রেই তার উপস্থিতি দেশের নারীদের প্রশাসনিক অংশগ্রহণে নতুন অনুপ্রেরণা জোগাবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC