বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে রাজনৈতিক ব্যানার, পোস্টার, ফেস্টুন না লাগাতে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেউ এর ব্যত্যয় ঘটালে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার (০৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর ১০৮ তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, আবাসিক হলের সিট বাণিজ্য ও দখলদারিত্ব এবং সকল ধরণের লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করা হয়। এমতাবস্থায় ক্যাম্পাসে সকল ধরণের রাজনৈতিক পোস্টার, ব্যানার ফেস্টুন না লাগিয়ে প্রশাসন কে সহযোগিতা করার অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেউ এর ব্যত্যয় ঘটালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরণের লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণা করা হলেও ০৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, আবাসিক হল ও ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালগুলোতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ছবি সম্বলিত বিভিন্ন পোস্টার দেখা যায়।
এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা তৈরী হয়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোস্টার না লাগানোর নোটিশ জারি করে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC