বলিউডের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে ছিল ২০২১ সালের অন্যতম আলোচিত ঘটনা। কিন্তু এই বিয়ের আগে নাকি দু'জনের মধ্যে কিছুটা মনোমালিন্য হয়েছিল।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বয়সের পার্থক্য প্রায় পাঁচ বছর। বলিউডে পেশাদার অভিনেতা হিসাবে ভিকির থেকে অনেকটাই বেশি অভিজ্ঞ ক্যাটরিনা। তিনি বলিউডের সুপারস্টারদের তালিকাতেও প্রথম দিকের নাম। সারা বছরই কর্মব্যস্ত তিনি। ছাড়াও রয়েছে বিজ্ঞাপনের কাজ।
বিয়ের পর সে ভাবে কোনো বিরতি না নিয়েই শুরু করে দেন ‘টাইগার ৩’-এর শুটিং। কিন্তু বিয়ের দিন দুয়েক আগে যখন ভিকিকে ‘জারা হাটকে জারা বাঁচকে’ সিনেমার নির্মাতারা শুটিংয়ে আসার জন্য জোরাজুরি শুরু করেন, ক্যাটরিনা বেঁকে বসেন।
তিনি ভিকিকে বলেন, বিয়ের দু’দিন আগে যদি শুটিংয়ে যাও, তা হলে এখন বিয়েটা করার দরকার নেই।
ক্যাটরিনার এমন অভিমান দেখে আর কথা বাড়াননি ভিকি। একেবারে বিয়ের পরেই সারা আলি খানের সঙ্গে এই সিনেমার বাকি শুটিং শেষ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC