কুমিল্লা নগরীর কোতোয়ালি ও সদর দক্ষিণ থানা পরিদর্শন করেছেন কুমিল্লা সেনানিবাসের তেত্রিশ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
শনিবার (১০ আগস্ট) বিকেলের দিকে তিনি থানা পরিদর্শনে আসেন।
থানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মাসহ প্রমুখ।
পরিদর্শন কালে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম বলেন, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে আপনারা কাজে যোগদান করেন। বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের সঙ্গে আছে। প্রতিটি থানায় ১৮-২০ জন সেনাসদস্য সহযোগিতা করবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে কেউ করতে না পারে তার জন্য আমাদের সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে আছে। এলাকাভিত্তিক যে কোনো অরাজকতা কেউ করতে চাইলে তার পরিচয় আমাদের দিন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব।
উল্লেখ্য, সরকার পতনের পর সারা দেশে হামলা-সহিংসতায় থানাগুলোতে লুটপাট-ভাঙচুর হয়। ফলে স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। সম্প্রতি সেনাবাহিনীর পাহারায় ও সহযোগিতায় থানায় আবার স্বাভাবিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে।