কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মোঃ মোরশেদ আলম ও সঙ্গীরা পেট্রোল ডিউটি ও ওয়ারেন্ট তামিল ডিউটির সময় গোপন সংবাদ পান যে, কয়েকজন মোটরসাইকেল চোর চক্রের সদস্য আবুল হোসেনের গ্যারেজের সামনে রাস্তায় চুরি করা মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করছে।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে মোঃ খোরশেদ আলম (৩০) কে ০১টি কালো রংয়ের Hero Glamour মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খোরশেদ আলম জানায় যে, তার সঙ্গী মোঃ শিপু ওরফে শিল্পা ওরফে শিপা (৩৭) এবং রাকিবুল হাসান প্রকাশ রিয়াদ (২৭) এর কাছে আরও ০৬ টি চুরি করা মোটরসাইকেল আছে।
খোরশেদ আলমের তথ্য মতে, পুলিশ একটি টিম গঠন করে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন বালুতুপা এলাকায় পলাতক আসামী জসিম ও শিপুর বসতবাড়িতে পৌঁছালে তারা পালিয়ে যায়। তাদের বসতবাড়ি তল্লাশি করে ০৬ টি চুরি করা মোটরসাইকেল উদ্ধার করা হয়।