‘কেমন পুলিশ চাই’ শীর্ষক পুলিশ সংস্কার কমিশন পরিচালিত জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। যেখানে জনমত জরীপে অংশগ্রহণকারী/উত্তরদাতা ঢাকা জেলার সর্বাধিক। পরবর্তীতে রয়েছে চট্টগ্রাম ও কুমিল্লা।
গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য-সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়।
জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, পুলিশের সংস্কারের জন্য পুলিশ সংস্কার কমিশন গুগলে প্রশ্নোত্তর পক্রিয়া ‘কেমন পুলিশ চাই’ বিষয়ে মতামত জরিপে সারাদেশ থেকে ভোটে মোট রেসপন্স করেছে ২৪ হাজার ৪৪২ জন। অংশগ্রহণকারীদের মধ্যে শীর্ষ জেলা ঢাকা। এই জেলা থেকে ৪ হাজার ৯৬৮ জন অংশগ্রহণ করেছেন। ২য় সর্বোচ্চ অংশগ্রহণকারী জেলা চট্টগ্রাম। এই জেলা থেকে অংশগ্রহণ করেছেন ১ হাজার ৮৩৮ জন। এরপরই দেশের মধ্যে তৃতীয় উত্তরদাতা জেলা কুমিল্লা। এই জেলা থেকে ১ হাজার ২২৮ জন অংশগ্রহণ করেছেন।
জনমত জরিপের সম্পূর্ণ ফলাফল:
এদিকে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য-সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিককালে দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে কিছুসংখ্যক পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে ‘পুলিশ সংস্কার’ এখন সময়ের দাবি। সেই লক্ষ্যে সরকার পুলিশ বাহিনীর সংস্কারের লক্ষ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করেছে, যার কার্যক্রম চলমান। পুলিশ সংস্কার কমিশন সর্বসাধারণের মূল্যবান মতামত জানতে ‘কেমন পুলিশ চাই’ শিরোনামে জনমত জরিপ পরিচালনা করে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC