
কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ মনিরুল হক সাক্কু বলেছেন, আমি ১২ বছর আপনাদের সাথে ছিলাম। অনেক কিছুই করেছি আবার অনেক কিছুই পারি নাই। তবে আমি চেষ্টা করেছি। আমার চেয়ে চেষ্টা কেউ বেশি করে নাই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমি মেয়র ছিলাম। আপনাদের সেটা উপলব্ধি করতে হবে। এর মধ্যেই যতটুকু করেছি, এবার যদি এমপি (সংসদ সদস্য) হতে পারি আপনাদের জন্য দেখেন কি করতে পারি। কেউ বেকার থাকবেনা, বেকার জিনিসটা উঠিয়ে দিবো এই কুমিল্লা শহর থেকে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় কুমিল্লা-০৬ নির্বাচনী এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তাঁর পাশে ছিলেন সহধর্মিণী আফরোজা জেসমিন টিকলি, এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা। নগরীর ১৭নং ওয়ার্ডের হরিজন কলোনির পুজা মণ্ডপ এবং নানুয়ারদিঘীরপাড় পূজা মণ্ডপ ঘুরে দেখেন ও সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, এ বছর কুমিল্লা জেলায় সর্বমোট ৮১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্ত হবে।