মঙ্গলবার ২৯ জুলাই, ২০২৫

কুয়েটে হামলার প্রতিবাদে ববি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

Bobby Anti-Discrimination Student Movement protests in protest of KUET attack
ছবি: প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র সমাজের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ৩নং গেইটের সামনে বিক্ষোভ মিছিলের সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সিরাজুল ইসলাম “বলেন,কুয়েট একটা রাজনীতি মুক্ত ক্যাম্পাস, আশা করি সেই আইন বলবৎ থাকবে এবং যারা এই আইনের ব্যত্যয় ঘটাবে তাদেরকে একাডেমিক ও প্রশাসনিকভাবে শাস্তির আওতায় আনতে হবে। আমি বলতে চাই শুধু বরিশাল বিশ্ববিদ্যালয়ে নয় বাংলাদেশের যেকোনো প্রান্তে আমার ভাইদের উপরে হামলা হলে কেউ যদি আহত হয় সেটার প্রতিবাদ প্রত্যেকটা জায়গায় হবে এবং আমরা আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে তা দেখিয়ে দিয়েছি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাকিব আহমেদ বলেন, কুয়েটে সন্ত্রাসী কার্যক্রমের মতো, বিগত দিনের ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ যে আক্রমণ চালিয়েছে শিক্ষার্থীদের ওপর—যে শিক্ষার্থীরা জুলাই বিপ্লব ঘটিয়েছে, যে শিক্ষার্থীরা ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতিহত করেছে—সেই শিক্ষার্থীদের দমন করার জন্য ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে জখম করা হয়েছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বলে দিতে চাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে কোনো রাজনীতি চলবে না। দরকার হলে আমরা এর জন্য প্রতিবাদ করবো, আমরা এর জন্য আরেকটি জুলাই বিপ্লব নিয়ে আসবো। আমরা স্পষ্ট ভাষায় বলছি, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অনতিবিলম্বে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এবং আমরা বিশ্বাস করি, শিক্ষা এবং রাজনীতি একসঙ্গে হয় না।

এছাড়া উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন