আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন প্রয়াত আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের কন্যা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা।
আজ বুধবার (২৯ নভেম্বর) কুমিল্লা-৬ (সদর-সিটি-সেনানিবাস) আসনে জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন তার সমর্থিত নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সফিকুল ইসলাম শিকদার, দক্ষিণ জেলা আ. লীগের উপদেষ্টা অ্যাডভোকেট গোলাম ফারুক, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান মিঠু, আ. লীগ নেতা জাকির হোসেন, চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ডা. আজম খান নোমানসহ নেতাকর্মীরা।
এর আগে মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে কুমিল্লা চেম্বার অফ কমার্সের কার্যালয়ে সমর্থক ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন বলে জানান তিনি।
নির্বাচনের বিষয়ে আনজুম সুলতানা সীমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। এ ক্ষেত্রে আমি আমার নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছি। কুমিল্লা-৬ আসনের মানুষ মনে-প্রাণে আমাকে চায়। আশা করছি বিপুল ভোটে এ আসন থেকে আমি নির্বাচিত হবো।
তিনি আরও বলেন, ‘আমার বাবা আফজল খান ও ভাই ইমরান খানের স্বপ্ন পূরণে আমি কাজ করে যাব। আমি কুমিল্লার মানুষের উন্নয়নে কাজ করে যাব।’
এদিকে, কুমিল্লা-৬ সংসদীয় আসনে মনোনয়ন দেওয়া হয়েছে আ ক ম বাহাউদ্দীন বাহারকে। তিনি এই আসনের টানা তিন বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতিও।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC