আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সম্পদ কমেছে। স্ত্রী, কন্যা ও নাতি-নাতনিদের দান করায় গত পাঁচ বছরে মোট সম্পদের ২৪ কোটি ১৩ লাখ ৭৪ হাজার ৫৩০ টাকার সম্পদ কমেছে। অর্থমন্ত্রীর মনোনয়নপত্রের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।
হলফনামায় মন্ত্রী উল্লেখ করেন, মন্ত্রীর হাতে নগদ ২৫ লাখ ৫৪ হাজার ৫০৯ টাকা এবং তাঁর স্ত্রীর কাছে এক কোটি ৭২ লাখ ৪৯ হাজার এক টাকা আছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অর্থমন্ত্রীর আছে আট কোটি ৪৭ লাখ ২৪ হাজার ৬৪৪ টাকা। তাঁর স্ত্রীর আছে ৬২ লাখ ৯৭ হাজার ৬২৭ টাকা। বন্ড, স্টক একচেঞ্জে মন্ত্রীর আছে পাঁচ কোটি ৪৪ লাখ দুই হাজার ১৫৩ টাকা।
স্ত্রীর নামে আছে ১১ কোটি ৪২ লাখ ১৩ টাকা। হলফনামায় মন্ত্রীর বার্ষিক আয় দেখানো হয়েছে এক কোটি ২৩ লাখ ৩০ হাজার ৫১৬ টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে আয় দেখিয়েছেন পাঁচ লাখ ৭৬ হাজার এবং শেয়ারবাজারের সঞ্চয়পত্র থেকে ২১ লাখ ৯৮ হাজার ৭৬৯ টাকা। বাকি টাকা ব্যবসা, সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে সম্মানী ভাতাসহ বিভিন্ন আয় থেকে আসে।
হলফনামা ঘেঁটে দেখা গেছে, মুস্তফা কামালের নামে পোস্টাল, সেভিংস, সঞ্চয়পত্র ও অন্যান্য খাতে বিনিয়োগ ছয় কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৬০০ টাকা এবং স্ত্রীর রয়েছে ২৫ কোটি ৫১ লাখ ৮৯ হাজার ৮৬৫ টাকা। যানবাহনের ক্ষেত্রে মন্ত্রীর নামে রয়েছে এক কোটি ৬৯ লাখ ২৮ হাজার ৭১৮ টাকার গাড়ি, স্ত্রীর নামে রয়েছে দুই কোটি ৩২ লাখ টাকার গাড়ি। সব মিলিয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে সম্মানী ভাতাসহ মন্ত্রীর নামে অস্থাবর সম্পদ আছে ৪১ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ৭১৪ টাকার। স্ত্রীর নামে আছে ৬২ কোটি ২৭ লাখ ১৯ হাজার ৪৭৮ টাকার সম্পদ।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, নৌকার এই প্রার্থীর নামে ফৌজদারি আইনে মোট আটটি মামলার তথ্য হলফনামায় থাকলেও এসব মামলা থেকে তিনি বেকসুর খালাস পেয়েছেন বলে উল্লেখ রয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) সংসদীয় আসন থেকে টানা তিনবারসহ মোট চারবারের সংসদ সদস্য। আসন্ন নির্বাচনে কুমিল্লা-১০ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন তিনি। একই আসনে নির্বাচন করছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিসেস জোনাকি হুমায়ূন। তার বিরুদ্ধে কোনও মামলা নেই। তার বাৎসরিক আয় দুই লাখ ৮০ হাজার টাকা। এই প্রার্থীর স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৪০ লাখ ৭০ হাজার টাকা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC