কুমিল্লায় কুমিল্লা স্কয়ার হাসপাতালে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়াও প্রতিষ্ঠানটির সকল অপারেশন ও এক্স-রে কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে রেইসকোর্সস্থ কুমিল্লা স্কয়ার হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির লাইসেন্স হালনাগাদ নেই। অপারেশন কক্ষের পরিবেশ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। ওটিতে পেডিয়াট্রিক পালস অক্সিমিটার নেই। ওটি টেবিলের কয়েকটি লাইট নষ্ট অবস্থায় পাওয়া যায়।
ল্যাব ক্যাটাগরি-সি এর অনুমোদনপ্রাপ্ত হলেও ক্যাটাগরি-বি এর সকল হরমোন পরীক্ষা করতে দেখা যায়। ল্যাবে কালার কোডেড বিনের অনুপস্থিতি। প্রদর্শিত মূল্য তালিকার সাথে মানি রিসিপ্টের মূল্যে গরমিল পাওয়া যায়।
এক্স-রে কক্ষের পরিবেশ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। এক্স-রে কক্ষের দেয়ালের পুরুত্ব ও লেড সিট যথাযথ নিয়মে ছিল না। পরিদর্শনের শুরুতে জরুরী বিভাগে চিকিৎসক পাওয়া যায়নি। রোগীদের ফলোআপ সিট চিকিৎসকের স্বাক্ষরবিহীন পাওয়া যায়।
এসব অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে এবং মৌখিকভাবে সতর্ক করে। এছাড়াও প্রতিষ্ঠানটির সকল অপারেশন ও এক্স-রে কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC