কুমিল্লা সেনানিবাসে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৯৭৬ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও উপহার দেওয়া হয়েছে। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটা হয়।
অনুষ্ঠানে আসা মুক্তিযোদ্ধাসহ অতিথিদের অভ্যর্থনা জানান কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশন প্রধান ও এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল মো. মাইনুর রহমান।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে অংশ নেন সংসদ সদস্য র আ ম মুক্তাদির হোসেন চৌধুরী, ডা. প্রাণ গোপাল দত্ত, শিরিন আক্তার, শফিকুর রহমান, উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) ও সাবেক এমপি জোবেদা খাতুন পারুল, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহমেদ বাবুল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানে ৯৭৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার দেয়া হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC