কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) আজ বুধবার (৩০ জুলাই) সকালে সদর দক্ষিণ উপজেলার রসুলপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় আতশবাজি জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৪ লাখ ৭৫ হাজার ৮৪০ পিস আতশবাজি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানা গেছে, ভোর ৪টার দিকে সীমান্ত পিলার থেকে প্রায় সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত রসুলপুর এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় আতশবাজিগুলো উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৯৫ লাখ ৬৭ হাজার ২০০ টাকা।
১০ বিজিবির সিও লে. কর্নেল মীর আলী এজাজ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে এবং নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত আতশবাজিগুলো পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC