কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহ্সীন বাহার সূচনাকে অপসারণ করা হয়েছে। এর জায়গায় প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মহাপরিচালককে (অতিরিক্ত সচিব)
সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে কুমিল্লাসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ সংক্রান্ত দুইটি প্রজ্ঞাপন জারি করা হয়।
অপসারিত মেয়ররা হলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেজাউল করিম চৌধুরী, কুমিল্লা সিটি কর্পোরেশনের তাহ্সীন বাহার সূচনা, খুলনা সিটি কর্পোরেশনের তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি কর্পোরেশনের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি কর্পোরেশনের আবুল খায়ের আব্দুল্লাহ, রংপুর সিটি কর্পোরেশনের মোস্তাফিজার রহমান মোস্তফা, সিলেট সিটি কর্পোরেশনের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইকরামুল হক টিটু, গাজীপুর সিটি কর্পোরেশনের জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
আরেকোটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মহ. শের আলীকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, খুলনার বিভাগীয় কমিশনারকে খুলনা সিটি কর্পোরেশন, রাজশাহীর বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি কর্পোরেশন, সিলেটের বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি কর্পোরেশন, বরিশাল বিভাগীয় কমিশনারকে বরিশাল সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মহাপরিচালককে (অতিরিক্ত সচিব) কুমিল্লা সিটি কর্পোরেশন, রংপুরের বিভাগীয় কমিশনারকে রংপুর সিটি কর্পোরেশন, গাজীপুরের বিভাগীয় কমিশনারকে গাজীপুর সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক করা হয়েছে।
এর আগে দেশের ৩২৩টি পৌরসভার মেয়র, ৪৯৩টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১০ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে মেয়র নির্বাচিত হন কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দীন বাহারের বড় মেয়ে সূচনা। গেজেট প্রকাশের পর ৮ এপ্রিল তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিন মাসের বেশি সময় সূচনা দায়িত্বে ছিলেন।