এপ্রিল ২০, ২০২৫

রবিবার ২০ এপ্রিল, ২০২৫

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে বার্ডের মহাপরিচালক

RisingCumilla.Com - Saif Uddin Ahmed

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার মহাপরিচালক (অতিরিক্ত) সচিব সাইফ উদ্দিন আহমেদ। 

সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন-১ শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে কুসিকের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়ো দেয় সরকার।

জানা গেছে, সাইফ উদ্দিন আহমেদ চলতি বছরের ১২ মে বার্ড-এর মহাপরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সিভিল সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনে তিনি জনপ্রশাসন, স্বাস্থ্য, কৃষি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১০ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে মেয়র নির্বাচিত হন কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দীন বাহারের বড় মেয়ে তাহ্সীন বাহার সূচনা। গেজেট প্রকাশের পর ৮ এপ্রিল তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিন মাসের বেশি সময় সূচনা দায়িত্বে ছিলেন।