কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে। চলতি বাজেটর জন্য ৭৪৮ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৫০ টাকা ৬৯ পয়সার বাজেট ঘোষনা করেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত।
বুধবার (৫ জুলাই) দুপুরে নগর ভবনের অতিন্দ্র রায় মোহন সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র আরফানুল হক রিফাত।
জানা গেছে, ৭৪৮ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকার বাজেটের মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৮১ কোটি ৪২ লাখ ১৩ হাজার টাকা। অনুদান থেকে ৬৫৭ কোটি ১২ লাখ ৫৯ হাজার টাকা। প্রারম্ভিক তহবিল ৯ কোটি ৮২ লাখ টাকা।
এদিকে বাজেটের পর কুসিকের নবনির্বাচিত পরিষদের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘নাগরিকের মুখোমুখি’ অনুষ্ঠানে মেয়র আরফানুল হক রিফাত নগরবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুমিল্লা বারের সম্মানিত পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুর ইসলামসহ ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC