জুলাই ৭, ২০২৫

সোমবার ৭ জুলাই, ২০২৫

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক মারা গেছেন

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক মারা গেছেন
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক মারা গেছেন। ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে আজ সন্ধ্যা ৬.৩০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ১১ ডিসেম্বর শ্বাসকষ্ট জনিত সমস্যায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান রিফাত। এর আগে তার হার্ট অ্যাটাক ও স্ট্রোক হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

২০২২ সালের ১৫ জুনের সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল সাক্কুকে ৩৪৩ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন তিনি।

কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ডের মনোহরপুর এলাকার বাসিন্দা প্রয়াত এস এম আতাউল হকের ছেলে আরফানুল হক রিফাত।

আরও পড়ুন