কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) উপনির্বাচনের ১০ দিনের মাথায় বিজয়ী প্রার্থী ডা. তাহসীন বাহার সূচনার নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৯ মার্চ) কুমিল্লা নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিজয়ী প্রার্থীর গেজেট প্রকাশ করেছেন।
তবে নবনির্বাচিত মেয়র তাহসীন বাহার সূচনা আজ সোমবার (২৫ মার্চ) তার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ খবর জানিয়ে তিনি লিখেছেন, 'নির্বাচন কমিশন কর্তৃক সরকারি গেজেট প্রকাশিত হয়েছে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার দোয়া ও ভালোবাসার যথাযোগ্য মর্যাদা দিয়েই সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই।'
উল্লেখ্য, সিটি কর্পোরেশন নির্বাচন আইন অনুযায়ী, বিজয়ী প্রার্থী নাম-ঠিকনাসহ গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ বাক্য পাঠ করাতে হয়। তবে এ সময়ের মধ্যে শপথ নিতে না পারলে শপথ নেওয়ার সময়সীমা আবেদনের মাধ্যমে বাড়ানো যায়।
এছাড়া শপথ নেওয়ার পরও তাকে কোনো অপরাধে বরখাস্তের সুযোগ থাকে। আবার গ্রেফতার হলেও শপথ নিতে কোনো বাধা নেই। এক্ষেত্রে জামিন নিয়ে শপথ নিতে হবে।
এর আগে ৯ মার্চ কুসিক উপনির্বাচনের ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC