জানুয়ারি ৯, ২০২৫

বৃহস্পতিবার ৯ জানুয়ারি, ২০২৫

কুমিল্লা সিটিতে বিনামূল্যে বেগুন ও মরিচের চারা বিতরণ

Free distribution of brinjal and chilli seedlings in Comilla City
ছবি: সংগৃহীত

রমজান মাসকে সামনে রেখে কুমিল্লাবাসীর মাঝে বেগুন ও মরিচের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের সামনে গোমেতি সংবাদের যুগপূর্তি উপলক্ষ্যে প্রথম দফায় ৫ শতাধিক চারা বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠক রফিকুল ইসলাম সোহেল।

গোমেতি সংবাদের প্রকাশক মোবারক হোসেন বলেন, “নৈতিক মানবিক মূল্যবোধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোমেতি সংবাদ কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে রমজানকে সামনে রেখে কুমিল্লা নগরী ও আশপাশের এলাকায় ৫ হাজার বেগুন ও মরিচের চারা বিতরণের উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন, “কৃষি উৎপাদন বাড়াতে না পারলে বিপ্লবের কোনও মূল্য নেই। বিপ্লব তখনই সফল হবে, যখন দেশ ফল আর ফসলে সমৃদ্ধ হবে।”

অনুষ্ঠানে কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল হক, ইলিয়াস শাহ্, স্কুল বিভাগের ইনচার্জ কামরুজ্জামান সোহেল,শিক্ষার্থী তাহসিন রাহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।