জানুয়ারি ৬, ২০২৫

সোমবার ৬ জানুয়ারি, ২০২৫

কুমিল্লা সিটিতে কিশোর গ্যাংয়ের মহড়া থেকে ককটেল বিস্ফোরণ

Rising Cumilla - Cocktail explosion from teenage gang rehearsal in Cumilla City
ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটিতে দক্ষিণ চর্থা ও রানীর দিঘীরপাড় এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিয়েছে। এসময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

গতকাল শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকেএই ঘটনা ঘটে। এ সময় দুই দল কিশোর সংঘর্ষে জড়ানোর চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দল কিশোরের হাতে চাপাতি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র ছিল। পরে পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত হলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, শহরজুড়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।