কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় শিক্ষার্থীদের পাঠদানের সময় এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া।
নিহত গোলাম রসূল লিটন (৪৮) ওই গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন।
এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, প্রতিদিনের মতো শিক্ষক লিটন তার নিজ বাড়ীতে ছাত্রদের পাঠদান করান। কিছু বুঝে ওঠার আগে একই এলাকার সাফায়াত আলী নামের একজন দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে সেখানেই মারা যান তিনি।
এ বিষয়ে ওসি আলমগীর আরও বলেন, ঘটনার কিছুক্ষণ পর ঘাতক সাফায়াত আলীকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC