ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় আজ সোমবার (২১ জুলাই) যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে ১৪টি যানবাহনকে জরিমানা করা হয়েছে।
জানা গেছে, কাগজপত্র না থাকা, ট্রাফিক আইন লঙ্ঘন এবং নিয়ম ভঙ্গের অভিযোগে এসব যানবাহনের বিরুদ্ধে মামলা ও মোট ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৭টি বাস, ১টি ট্রাক, ৫টি মোটরসাইকেল এবং ১টি লরিসহ মোট ১৪টি যানবাহনকে চিহ্নিত করা হয়, যাদের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।
যৌথবাহিনীর এই আকস্মিক অভিযানে মহাসড়কে চলাচলকারী যানবাহনের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC