কুমিল্লা শহরের যানজট নিরসন ও সড়ক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে নগরীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) এর পরিকল্পনা ও বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ শনিবার (২৯ জুন) দুপুরে নগরীর কান্দিরপাড় মোড়ে উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা।
নতুন ট্রাফিক পুলিশ বক্সগুলো স্থাপন করা হয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, যার মধ্যে রয়েছে:
জেলা পুলিশ জানান, ট্রাফিক ব্যবস্থার সুষ্ঠু ও সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করা, ট্রাফিক সেবার মান বৃদ্ধি করা এবং ট্রাফিক পুলিশ ও সেবাগ্রহীতার মধ্যকার পারস্পরিক মেলবন্ধন বৃদ্ধি করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক (অতিরিক্ত দায়িত্বে ডিবি) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেনসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সাংবাদিকগণ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC