নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লা মুক্ত দিবস উদযাপন, র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ

Cumilla Independence Day Celebration, Rally and Wreath Laying
কুমিল্লা মুক্ত দিবস উদযাপন | ফাইল ছবি

আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর- “কুমিল্লা মুক্ত দিবস”। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় কুমিল্লা। সেদিন বিকালে কুমিল্লা টাউন হল মাঠে তৎকালীন পূর্বাঞ্চলের প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান মরহুম জহুর আহমেদ চৌধুরী দলীয় পতাকা ও কুমিল্লার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আহমদ আলী স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়।
সকাল ৯ টায় কুমিল্লা টাউন হল মাঠে পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে নগর উদ্যানে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, পুলিশ সুপার আব্দুল মান্নান, সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার শফিউল আহমেদ বাবুল, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষার্থীগণ, সাধারণ জনগণ এবং সুধীবৃন্দ।