কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী বাসে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভিরাল্লা স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
আজ বুধবার (২২ নভেম্বর) বিকেলে বিষয়টি গণমাধ্যম নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাটি নিয়ে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য কাজ করছে।
বাসে থাকা কয়েকজন শিক্ষার্থী জানায়, গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) কলেজ থেকে আসার পথে বিকেলে কংশনগর বাজার এলাকায় কলেজ বাসের ড্রাইভারের সঙ্গে এক প্রাইভেট কার ড্রাইভার ও আরোহীদের সঙ্গে তর্ক হয়। এ তর্ক থামিয়ে দেয় কলেজের কয়েকজন ছাত্র। এতে ক্ষিপ্ত হয়ে কলেজের বাস ভিরাল্লা এলাকায় আসার পরে ওই এলাকার ১০-১২ জন যুবককে সঙ্গে নিয়ে বাসে হামলা করে প্রাইভেট কারের ড্রাইভার ও আরোহীরা।
এসময় একাধিক শিক্ষার্থীকে মারধর করেন তারা, দু’জন শিক্ষার্থীর মোবাইল, মানিব্যাগ হাতিয়ে নিয়ে যায় হামলাকারীরা। হামলার খবর পেয়ে দেবিদ্বার থানার একদল পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর খান জানান, এই ঘটনাটি কুমিল্লার পুলিশ সুপারকে জানিয়েছি। তিনি দেবিদ্বার থানার ওসিকে বিষয়টি অবগত করেছেন। তদন্ত চলছে।
এ বিষয়ে ভিক্টোরিয়া কলেজ পরিবহণ কমিটির প্রধান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রাজু আহাম্মদ বলেন, অভিযোগের বিষয়টি আমরা যাচাই করে দেখছি। চালকের কোনো ভুল আছে কিনা।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন মিয়া জানান, বিষয়টি জানান সাথে সাথে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তখন প্রাইভোটকারের লোকজন পালিয়ে যায়। আজ বুধবার (২২ নভেম্বর) শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েছে। গাড়ি নম্বরের সূত্র ধরে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।