কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখার ১৩ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ১০ তলা মাল্টিপারপাস ভবন ও ৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত শেরে বাংলা ছাত্রীনিবাসের উদ্বোধন করেছেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার।
সোমবার (১৩ নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি বাহার।
প্রধান অতিথি বলেন, ভিক্টোরিয়া কলেজ কুমিল্লার ঐতিহ্যের পরিচয় বহন করে। এই কলেজে দশটি ১০ তলা ভবন নির্মাণ করার পরিকল্পনা আছে। এক হাজার শয্যার ছাত্রাবাস ও অডিটরিয়াম করা হবে। আজ একটি দশতলা উদ্বোধন করেছি। এতে দুটি লিফট আছে। আরেকটি লিফট আমরা করে দেবো।
এছাড়াও গতকাল সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৯ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করেন এমপি বাহার। এসময় সরকারি মহিলা কলেজে ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ১০০০ সিট বিশিষ্ট ১০ তলা ভবনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত, উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামী। সঞ্চালনা করেন শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC