এবারের এসএসসি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছে চান্দিনা উপজেলার হারং গ্রামের মো. মেজবাহ উদ্দিন ভূঁইয়া রাকিন।
সে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া এবং নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. জান্নাতুল ফেরদৌস দম্পতির সন্তান। তিন ভাই এর মধ্যে মেজবাহ দ্বিতীয়।
সে কুমিল্লা জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
রবিবার (১৩ জুলাই) দুপুরে কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ তার কার্যালয়ে মেজবাহ কে ফুল দিয়ে অভিনন্দন জানান।
এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ভবিষ্যতে সে প্রকৌশলী হতে চায়। পরিবারের পক্ষ থেকে সকলের নিকট তার জন্য দোয়া কামনা করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC