ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (১৩ মে) ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ জুলহাস উদ্দিন, যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফয়সাল বিন আবদুল আজিজ ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আশিকুর রহমান, কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশিকুর রহমান।
এছাড়াও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন সাংগঠনিক সম্পাদক পদে এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। আইসিটি বিভাগের প্রভাষক মঈনুর রহমান প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আফরিনা হক এবং আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক পিন্টু চন্দ্র পাল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC