কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন পাবনা জেলার মো. শাহীন। তিনি পাবনার হাজী জসীম উদ্দীন ডিগ্রি কলেজের ছাত্র। জিপিএসহ তার মোট প্রাপ্ত নম্বর ১০৫.৮১। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 'এ' ইউনিটে ৬ষ্ঠ স্থান অধিকার করেছেন।
এর আগে গত ২৫ এপ্রিল (শুক্রবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় ১৬ হাজার পরীক্ষার্থী অংশ নেয়।
২৮ এপ্রিল (সোমবার) রাত ১২টার পরে পরীক্ষার্থীরা নিজেদের আইডিতে লগইন করে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রেরিত এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে।
জানতে চাইলে মো. শাহীন বলেন, "আলহামদুলিল্লাহ! আল্লাহ তা'য়ালার অশেষ রহমতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করার গৌরব লাভ করেছি। পিতা-মাতা ও শিক্ষকদের আশা পূরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আইন বিষয়ে পড়াশোনা করে একজন জজ অথবা আইনজীবী হওয়া। আল্লাহ তা'য়ালা আমাকে সেই পথে এগিয়ে চলার সুযোগ দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ স্থান অর্জন করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC